বিএনএ, লোহাগাড়া : শুক্রবার (৫ নভেম্বর) ছিল শাহ্ সাহেব কেবলা চুনতী কতৃর্ক প্রবর্তিত ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের সমাপনী দিবস। চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের সমাপনী দিবসের আয়োজন আরম্ভ হয় সকাল নয়টায়।
প্রথম অধিবেশনে ছদরে মাহফিল ছিলেন বান্দরবান মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হোছাইন। দারসূল কুরআন ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আলহাজ্ব হাফেজ মাওলানা কামাল উদ্দিন। জুমার নামাজ ও জুমাবারের ফজিলত বিষয়ে বয়ান করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জিয়াউল করিম। বাদ যোহরের অধিবেশনে ছদরে মাহফিল ছিলেন ঠাকুরদিঘী হেমায়েতুল ইসলাম মাদরাসার পরিচালক আলহাজ্ব মাওলানা সরওয়ার কামাল আজিজী। আলোচনা করেন আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো—ভিসি আলহাজ্ব ড. মাওলানা আবু বকর রফিক আহমদ। বাদ আছর আওলিয়া কেরামের পরিচয় ও দ্বীন ইসলামের সংস্কারে মুজাদ্দিদে আলফে সানী (রহ.)—এর অবদান বিষয়ে আলোচনা করেন ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্ট গবেষক ড. মাওলানা ঈসা শাহেদী।
বাদ মাগরিবের অধিবেশনে ছদরে মাহফিল ছিলেন আলহাজ্ব মাওলানা সিরাজুল আরেফীন। জাহেলি যুগোত্তর আরব সমাজ সংস্কার ও উন্নয়নে নবী করীম (সা.)’র অবদান বিষয়ে আলোচনা করেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাওলানা আহসান উল্লাহ। এছাড়া আলোচনা করেন বায়তুশ শরফের পীর সাহেব কেবলা আলহাজ্ব শাহ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী। মাহফিলের বাদ এশার অধিবেশনে ছদরে মাহফিল ছিলেন মাহফিল মুতওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।
আলোচনা অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জৌনপুরী দরবারের পীর সাহেব আলহাজ্ব ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী আস্ ছিদ্দিকী, পটিয়া আল জামিয়াতুল ইসলামিয়ার সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা ওবাইদুল্লাহ হামযা, জৌনপুরী দরবারের আলহাজ্ব মাওলানা এহসান উল্লাহ আব্বাসী, মুফতি মাওলানা শায়খ আহমদুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ শাহে আলম, অধ্যাপক ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি।
সমাপনী বক্তব্য রাখেন মাহফিল মুতাওয়াল্লী পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত।
বিএনএনিউজ/এইচ.এম।