28 C
আবহাওয়া
৩:৪১ অপরাহ্ণ - অক্টোবর ৬, ২০২৫
Bnanews24.com
Home » স্বচ্ছ নির্বাচন করতে চায় সিইসি

স্বচ্ছ নির্বাচন করতে চায় সিইসি


বিএনএ, ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা আয়নার মতো স্বচ্ছ একটা নির্বাচন করতে চাই। আজ সোমবার (৬ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সংলাপে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

নাসির উদ্দিন বলেন, ‘আজকের এই সংলাপ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং মিডিয়ার মতামত নিয়েই নির্বাচন কমিশন সামনে এগিয়ে যেতে চায়।’ তিনি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য বারবার তাগিদ দেন এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, সংস্কার কমিশনের তৎপরতার কারণে তাঁদের নিজস্ব সংলাপ শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে। ‘সংস্কার কমিশন আমাদের কাজকে হালকা করে দিয়েছে। তারা বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করেছে। রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে ব্যস্ত রয়েছে। তাই আমাদের সংলাপ একটু দেরিতে হচ্ছে।’

সংবাদ মাধ্যমকে নির্বাচন প্রক্রিয়ার ‘পার্টনার’ হিসেবে উল্লেখ করে সিইসি বলেন, ‘বর্তমান সময়ে এআই , মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন —এই তিনটি চ্যালেঞ্জ মোকাবিলায় মিডিয়ার গুরুত্ব অনেক।’ তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে কমিশন স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর।’

সিইসি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচন কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে । তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ হলো, সফলভাবে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, ২১ লাখের বেশি মৃত ভোটার চিহ্নিত করা, ৪৩ লাখের বেশি ভোটাযোগ্য নাগরিককে তালিকায় অন্তর্ভুক্ত করা, নারী-পুরুষ ভোটারের ব্যবধান যা পূর্বে ৩০ লাখ ছিল তা কমিয়ে ১৮ লাখে নামিয়ে আনা। সেই সঙ্গে প্রবাসীদের ভোট এবং ১০ লাখ নতুন ভোটার যুক্ত করার উদ্যোগের কথাও বলেন সিইসি।

সাংবাদিকদের উদ্দেশ্যে সিইসি বলেন, কমিশনের কোনো কাজ গোপনীয় নয় এবং আমরা চাই বিশ্ববাসী এই স্বচ্ছ প্রক্রিয়া দেখুক।

ইসির ভারপ্রাপ্ত সচিব কে এম আলী নেওয়াজের সঞ্চালনায় এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ