32 C
আবহাওয়া
৫:৩৫ অপরাহ্ণ - মে ২৪, ২০২৫
Bnanews24.com
Home » সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব

সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব

সাংবাদিক মুন্নী সাহা

ঢাকা: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

রোববার (৬ অক্টোবর২০২৪) ব্যাংকগুলোতে পাঠনো চিঠিতে উল্লেখ করা হয়, মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নামে যদি কোনো আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড অথবা অফশোর ব্যাংকিং হিসাব থাকে, তাহলে সেসব হিসাবের লেনদেনের তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে বিএফআইইউকে পাঠাতে হবে। এছাড়া, হিসাব খোলার ফরম, টিপি, কেওয়াইসি প্রোফাইল ফরম, শুরু থেকে এখন পর্যন্ত সব ধরনের লেনদেন বিবরণী এবং অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি পাঠানোর নির্দেশও দেওয়া হয় চিঠিতে।

উল্লেখ্য, জুলাই-আগস্টে রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহত হয়। ওই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একাধিক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য ছাড়াও পুলিশের এবং র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে ৭ সাংবাদিককেও আসামি করা হয়েছে, যার মধ্যে মুন্নী সাহাও রয়েছেন।

সম্প্রতি মুন্নী সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন। পরে তিনি জানান, পদত্যাগ করা ছাড়া তার সামনে আর কোনো বিকল্প ছিল না।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ