27 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » রূপপুর যাচ্ছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

রূপপুর যাচ্ছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান


বিএনএ, টাঙ্গাইল: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের ২য় চালান যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে । শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে পৌঁছায় ইউরেনিয়াম বহনকারী ৪টি গাড়ি। এর আগে ভোর রাতের দিকে ঢাকা থেকে যাত্রা শুরু করে।

এসময় নিরাপত্তার জন্য ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সকল যান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মহাসড়ক নিছিদ্র নিরাপত্তা রক্ষার্থে পুলিশের কয়েক শতাধিক সদস্যকে কাজ করতে দেখা গেছে।

এছাড়াও ইউরেনিয়াম বহনকারী গাড়ির নিরাপত্তায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেসামরিক প্রশাসনের গাড়ীও দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার (৫অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাশিয়া থেকে ইউরেনিয়াম বিশেষ উড়োজাহাজে করে ঢাকায় আসে। এরপর পর্যায়ক্রমে ইউরেনিয়ামের আরও ৫টি চালান দেশে আসার কথা রয়েছে। এই ৭টি চালানে আসা জ্বালানি দিয়ে এক বছর নিরবচ্ছিন্ন ২৪০০ মেগাওয়ার্ড ক্ষমতার দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

গত ২৮ সেপ্টেম্বর ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের কাছে জ্বালানি সনদ হস্তান্তর করে রাশিয়া।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ