27 C
আবহাওয়া
৭:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জনের সময় নিহত ৭

পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জনের সময় নিহত ৭


বিএনএ, বিশ্বডেস্ক : দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে সাতজন নিহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন আরও অনেকে। বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে জলপাইগুড়ির মালবাজারে এ দুর্ঘটনা ঘটে।

পাহাড় থেকে নেমে আসা পানিতে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

জলপাইগুড়ির জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসুর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রতিমা বিসর্জনের সময় মাল নদীতে অনেক মানুষের সমাগম হয়। রাতে হঠাৎ অনেক মানুষ পানির স্রোতে ভেসে যান।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩০-৪০ জনকে উদ্ধার করা হয়েছে। সাত জনের মৃত্যুর খবর জানিয়েছেন জলপাইগুড়ির জেলা প্রশাসক। এদের মধ্যে ১টি শিশুও রয়েছে। এখনো কয়জন নিখোঁজ রয়েছেন তা সঠিক বলা যাচ্ছে না। এছাড়া মাঝ নদীর চরে আটকে রয়েছেন আরও অনেক মানুষ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও চরে আটক পড়া মানুষদের উদ্ধারে কাজ শুরু করে দমকল বাহিনী এবং পুলিশ।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে দুর্গোৎসবের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ