বিএনএ, গাজীপুর : গাজীপুর-৫ আসনের (কালীগঞ্জ) সংসদ সদস্য ও সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) মাজেদুল ইসলাম ওরফে সেলিমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় থেকে জেলা রেজিস্ট্রারের কাছে কালীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের ১০টি দলিলের জাবেদা ও সার্টিফায়েড কপি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
বুধবার সকালে (৬ অক্টোবর) দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা স্বাক্ষরিত এক চিঠি থেকে এমন তথ্য জানা যায়।
এ ব্যাপারে মাজেদুল ইসলাম গণমাধ্যমেকে জানান, দুদক থেকে এখনো তাকে কোনো কিছু জানানো হয়নি। তবে অন্য একটি মাধ্যমে তিনি জানতে পেরেছেন তার স্থাবর-অস্থাবর সম্পত্তির খোঁজ নিচ্ছে দুদক।
বিএনএনিউজ/ এম.এস. রুকন/এইচ.এম।