19 C
আবহাওয়া
২:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু

সীতাকুণ্ডে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু

সীতাকুণ্ডে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মায়া নন্দী (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় পৌরসদর দক্ষিণ বাইপাস সড়কে এ দুঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা মায়া নন্দী পৌরসদরের পশ্চিম মহাদেবপুর গ্রামের সুনীল নন্দীর স্ত্রী। তিনি পৌরসদরের যমুনা প্যাথলোজি ল্যাবের কর্মী ছিলেন।

আরও পড়ুন: এবার সীতাকুণ্ডে ঝরনায় ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ৯টায় বাইপাস সড়ক পার হওয়ার সময় মায়া নন্দীকে একটি দ্রুতগামী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথা থেঁতলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ