25 C
আবহাওয়া
২:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বৃহস্পতিবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

বৃহস্পতিবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

বৃহস্পতিবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

বিএনএ, ঢাকা: পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কিছু এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সোনারগাঁও-জনপদ রেল ক্রসিং এলাকায় পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৪ (চার) ঘণ্টা উত্তরখান, দক্ষিণখান, উত্তরা ৬ নম্বর সেক্টর ও উত্তরা ৮ নম্বর সেক্টরে আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: দ্বাদশ সংসদ নির্বাচনের হালচাল: সংসদীয় আসন-২০২ (নরসিংদী-৪)

এছাড়া উত্তরা ২ নম্বর সেক্টর ও উত্তরা ৪ নম্বর সেক্টরে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ