30 C
আবহাওয়া
২:০৫ অপরাহ্ণ - আগস্ট ৬, ২০২৫
Bnanews24.com
Home » হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি আজ

হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি আজ


বিএনএ, বিশ্বডেস্ক : হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি পালন করছে জাপান। ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে স্থানীয় সময় ৮টা ১৫ মিনিটে মার্কিন বিমান এনোলা গে হিরোশিমা শহরের ওপর ‘লিটল বয়’ নামে পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে।

হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই তার ভাষণে বলেন, বিশ্বজুড়ে সামরিক শক্তি বৃদ্ধির প্রবণতা আবারও বেড়েছে। রাশিয়ার ইউক্রেন আগ্রাসন ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা তার উদাহরণ। এই প্রবণতা ইতিহাসের থেকে পাওয়া শিক্ষাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করছে।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন, বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া জাপানের দায়িত্ব। হিরোশিমায় বোমা হামলায় প্রায় ১ লাখ ৪০হাজার মানুষ নিহত হন। এর তিন দিন পর ৯ আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা নিক্ষেপে ৭৪ হাজার নিহত হন।

বর্তমানে হিরোশিমা একটি উন্নত শহর, যার জনসংখ্যা ১২ লাখ। কিন্তু সেই অতীতের ক্ষত এখনও জীবন্ত অনেকের স্মৃতিতে।

এবারের অনুষ্ঠানে প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিত্ব ছিল, যার মধ্যে প্রথমবারের মতো তাইওয়ান ও ফিলিস্তিন অংশ নিয়েছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ