31 C
আবহাওয়া
৭:৪৭ অপরাহ্ণ - আগস্ট ১১, ২০২৫
Bnanews24.com
Home » সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

বিএনএ, ঢাকা: দেশের যেকোনো সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ আগস্ট) বিজিবির সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশের যেকোনো সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য বাংলাদেশের সব সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়। এর মধ্যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটেছে।

ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি-মন্ত্রী এবং অসংখ্য নেতাকর্মী।

অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া এমপি-মন্ত্রী ও অনেক নেতাকর্মী প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয়ও চেয়েছেন। কেউ কেউ অবৈধভাবে দেশ ছাড়তে চাচ্ছেন।
বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ