15 C
আবহাওয়া
৮:৩৫ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠা নামা শুরু

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠা নামা শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

বিএনএ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সোমবার বিকেলে ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকার পর আবার ফ্লাইট ওঠা-নামা শুরু হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাতে ফ্লাইট ওঠা-নামা শুরু হয়েছে। তবে কয়েকটা ফ্লাইট বাতিল হয়েছে।

এর আগে সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৬ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছয় ঘন্টা বন্ধ থাকবে। সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে কোনো বিমান উঠানামা করবে না। টার্মিনালসহ সবকিছু বন্ধ থাকবে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, দেশের চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী, এমপি মন্ত্রী যাতে দেশ থেকে বিদেশে পালিয়ে যেতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতেই বিমানবন্দরে বন্ধ রাখা হয় সব ধরনের উড়োজাহাজ চলাচল। তারা বলেন, এ বিষয়ে বিমানবন্দর কেন্দ্রিক সকল সংস্থার সমম্বয়ে একটি জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় বেবিচক কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর এ এফ এম আতিকুজ্জামান সমকালকে বলেন, চলমান পরিস্থিতির কথা চিন্তা করে বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ