31 C
আবহাওয়া
১:২৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ক্রিকেটকে বিদায় জানালেন রুমানা

ক্রিকেটকে বিদায় জানালেন রুমানা

রুমানা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের এক সময়ের গুরুত্বপূর্ণ সদস্য রুমানা আহমেদ। অনেকদিন ধরেই জাতীয় দলে ব্রাত্য হয়ে আছেন তিনি। তারই জের ধরে এবার খেলাকে বিদায় জানাতে চলেছেন তিনি।

দীর্ঘদিন ধরেই দলের বাইরে আছেন রুমানা। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ দেশের জার্সিতে খেলেছিলেন তিনি। একই আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে জায়গা হারান তিনি। বিশ্বকাপের পর বাদ পড়েন শ্রীলঙ্কা সফরের দল থেকেও।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে গতকাল এক পোস্ট দিয়েছেন রুমানা। ইংরেজিতে এই ক্রিকেটার লিখেছেন, ‘নো মোর ক্রিকেট…’ ,যার বাংলা করলে দাঁড়ায়, আর ক্রিকেট খেলা নয়। এমন স্ট্যাটাসের কারণেই তাঁর অবসরের গুঞ্জন ওঠেছে।

এদিকে রুমানাকে দলের বাইরে রাখার কারণ হিসেবে তাকে বিশ্রাম দেয়ার কথা বলা হলেও সেটা বাদ হিসেবেই ধরে নিয়েছিলেন তিনি। এরপর ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজেও দলে ছিলেন না তিনি। পরিসংখ্যানও খুব একটা কথা বলছে না তার হয়ে। গত বছর ৮ ওয়ানডে খেলে ৫ উইকেটের পাশাপাশি করেছেন ৭০ রান। টি-টোয়েন্টিতে সবশেষ ২০ ইনিংসে পাননি হাফ সেঞ্চুরির দেখা, অবশ্য ১৫ ইনিংস খেলে পেয়েছেন ১৫ উইকেটের দেখা। এমন অবস্থায় হয়তো ক্রিকেটকে বিদায় জানানোই সঠিক হিসেবে দেখছেন রুমানা।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আসা রুমানা বাংলাদেশের হয়ে খেলেছেন ৫০টি ওয়ানডে এবং ৮৪ টি টি-টোয়েন্টি।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ