বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের পরিচয় দিয়ে মাদক পাচারকালে আসল র্যাবের হাতে ধরা পড়েছেন মো. সোহেল রানা (৩৪) নামের ভুয়া র্যাব। এসময় তার কাছ থেকে ২ হাজার ৫৩৫পিস ইয়াবা, ১ সেট র্যাবের পোশাক, ১টি নেমপ্লেট, ১টি হ্যাংগিং ব্যাজ, ১টি কালো বেল্ট, ২টি কালো ব্যায়নেট ক্যাপ, ২টি গেঞ্জি, ১টি আইডি কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
সোহেল রানা বগুড়া জেলার গাবতলীর ভান্ডারা এলাকার মো. আজিজুল হকের ছেলে। সে চট্টগ্রামজুড়ে ইয়াবা বেচাকেনায় জড়িত।
র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, সে দীর্ঘদিন ধরে র্যাবের ভূয়া সদস্য পরিচয় ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রামে মাদক ব্যবসায়ী থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ/মনির