34 C
আবহাওয়া
৯:৫৩ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আরও সাড়ে ৭ কোটি সিনোফার্মের টিকা কিনছে বাংলাদেশ  

আরও সাড়ে ৭ কোটি সিনোফার্মের টিকা কিনছে বাংলাদেশ  

মডার্না ও সিনোফার্মের টিকা আসছে রাতে

বিএনএ, ঢাকা : চীনের সিনোফার্ম থেকে আরও সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে সরকার। ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে দেড় কোটি ডোজ টিকার দাম। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায়
এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সিনোফার্মের ৭৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কেনার আদেশ দিয়েছি, এরমধ্যে ১৫ মিলিয়ন ডোজের জন্য অর্থ পাঠিয়েছি। এছাড়াও ভ্যাকসিন কেনার পাশাপাশি কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় ঢাকা আগামী সপ্তাহে ৩৪ মিলিয়ন ডোজ সিনোফার্মের ভ্যাকসিন এবং এ মাসের শেষের দিকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ১০ লাখ ডোজ পাবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা ভ্যাকসিনের ব্যাপারে একটি ভালো অবস্থানে রয়েছি, আমরা আমাদের জনসংখ্যার অন্তত অর্ধেককে টিকা দিতে চাই।

বর্তমানে স্বাস্থ্য মন্ত্রনালয়ে বিভিন্ন ধরণের কোভিড ভ্যাকসিনের ১২.৩ মিলিয়ন ডোজ রয়েছে বলে জানান মন্ত্রী।

সরকার ৭ আগস্ট থেকে গণ টিকা দেয়ার পরিকল্পনা নিয়েছিল। বলা হয়েছিল ১২ আগস্ট পর্যন্ত গণটিকা দেয়া হবে। কিন্তু টিকা সংকটের কারণে এ কর্মসূচি বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সীমিত পরিসরে টিকাদান চলবে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ