14 C
আবহাওয়া
১১:৩৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের ১ দিন পর সমুদ্র উপকূল থেকে আশু দাশ (১৬)নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার (৬ জুলাই) উপজেলার কুমিরা এলাকার আকিলপুর থেকে মরদেহটি উদ্ধায় হয়।

আশু দাশ উপজেলার কুমিরা ঘাট এলাকার জেলে পল্লির সমির দাশের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় আশু দাশ। নিখোঁজের পর স্থানীয়রা দীর্ঘক্ষন খোঁজাখোজির পরও কোন হদিস মেলেনি। নিখোঁজের একদিন পর ১ কিলোমিটার দূরে একটি মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখে শনাক্ত করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌ থানার অফিসার ইনর্চাজ (ওসি) নাছির উদ্দীন। তিনি বলেন, গতকাল মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ