বিএনএ, বিশ্বডেস্ক : গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে ইউরোর বিনিময় মূল্য। ইউরোপে গ্যাসের মূল্য বৃদ্ধিতে এ অঞ্চলে মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে। আমেরিকান ট্রেজারি বিল থেকে পাওয়া লভ্যাংশে রিবাউন্ডের কারণে ডলারের দাম আরও এক দফা কমেছে।
১ দশমিক ২ শতাংশ কমে ইউরোর দাম ২০০২ সালের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। জাপানের ইয়েন গত প্রায় ২৪ বছরে সর্বনিম্ন পর্যায়ে। ইতোমধ্যে নরওয়েতে গ্যাস শ্রমিকরা ধর্মঘট করায় ক্রাউনের মূল্য ১ দশমিক ২ শতাংশ কমেছে।
অর্থনীতিবিদরা জানান, ইউরোপে আরও একটি অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। বিশেষত প্রাকৃতিক গ্যাসের দাম ১৭ শতাংশ বেড়ে যাওয়াতে ইউরোপ ও ব্রিটেনে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) কী প্রতিক্রিয়া দেখাবে, সেটা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জার্মান বুন্দেসব্যাংকের প্রধান জোয়াকিম ন্যাজেল অতিমাত্রায় দেনাগ্রস্ত দেশগুলোতে ঋণে সুদের হার বাড়ানো ঠেকাতে ইসিবি-র পরিকল্পনার তীব্র সমালোচনা করেন।
বিএনএনিউজ/এইচ.এম।