25 C
আবহাওয়া
২:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » শাকিরার নতুন প্রেমের গুঞ্জন

শাকিরার নতুন প্রেমের গুঞ্জন

sakirah

বিনোদন ডেস্ক: পপ গায়িকা শাকিরা ও ফুটবলার পিকের দীর্ঘ একযুগের ভালোবাসার সম্পর্কের অবসান ঘটেছে মাত্র একমাস হলো। পিকে পরনারীতে আসক্ত— এমন অভিযোগ এনে তার ঘর ছেড়েছিলেন শাকিরা। তারপর থেকে দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে জীবন যাপন করছেন এই গায়িকা। এবার সঙ্গীহীন শাকিরার পাশে এক সুদর্শন যুবকের দেখা মিলল। ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

ওই যুবকের সঙ্গে শাকিরা ফ্রেমবন্দী হয়েছেন স্পেনের কোস্টাল এরিয়ায়। এ সময় সঙ্গে তার পুত্রও ছিল। তবে এই কণ্ঠশিল্পীর সঙ্গে ওই তরুণের সম্পর্কটা আসলে কী— সে বিষয়ে কিছু জানা যায়নি। শুধু জানা গেছে, যুবকটি একজন সার্ফার। পপসম্রাজ্ঞীকে তিনি সার্ফিং শেখাচ্ছেন।

পিকের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন শাকিরা। তার প্রভাব পড়েছিল গানেও। সেসময় ‘তে ফেলিসিতো’ নামে শাকিরার নতুন একটি গান প্রকাশ পেয়েছিল। সে গানের পরতে পরতে প্রতারক প্রেমিকের প্রতি ক্ষোভ ঢেলেছিলেন তিনি। বোঝাই যাচ্ছিল, হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তার। এবার সেই ভাঙা হৃদয় মেরামতের দায়িত্ব কী এই সার্ফারকে দিচ্ছেন, সেটাই দেখার বিষয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ