19 C
আবহাওয়া
৩:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পাক প্রধানমন্ত্রী শাহবাজকে আম উপহার দিলেন শেখ হাসিনা

পাক প্রধানমন্ত্রী শাহবাজকে আম উপহার দিলেন শেখ হাসিনা


বিএনএ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছার বিশেষ নিদর্শন হিসাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জন্য ১ হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘আম্রপালি’ আম পাঠিয়েছেন। ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে আমগুলো হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৫ জুলাই) দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে সাদরে গ্রহণ করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে বলে ম‌নে কর‌ছে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহকে আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ