16 C
আবহাওয়া
৯:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » শীঘ্রই টিকা পাবে জবি শিক্ষার্থীরা

শীঘ্রই টিকা পাবে জবি শিক্ষার্থীরা

শীঘ্রই টিকা পাবে জবি শিক্ষার্থীরা

বিএনএ, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা খুব শীঘ্রই করোনা ভ্যাকসিনের টিকা পাবে। অনাবাসিক বিশ্ববিদ্যালয় হলেও টিকা পেতে বিলম্ব হবে না।

মঙ্গলবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক মুঠোফোনে এসব কথা বলেন। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনাবাসিক হলেও এখানকার শিক্ষার্থীরা মেসে গাদাগাদি করে থাকে। হলের গণরুমের চেয়ে তাদের কষ্ট কোনো অংশে কম না। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান রাজধানীর মধ্যে হওয়ায় দেশের সব অঞ্চল থেকেই এখানে শিক্ষার্থীরা পড়তে আসে। টিকা দেয়ার প্রায়োরিটি লিস্টে আমাদের নাম আগেই থাকবে।

তিনি আরও বলেন, ইউজিসি চেয়ারম্যান, সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সাথে আমি কথা বলেছি। আমার শিক্ষার্থীদের জন্য টিকার বিষয়টি আমি নিজে দেখছি। যারা পূর্বে তালিকা দিয়েছে তাদের কাছে সয়ংক্রিয়ভাবে মেসেজ চলে যাবে। যারা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারেনি, তাদেরও তালিকা হয়েছে। টিকা নিয়ে শিক্ষার্থীদের চিন্তার কোনো কারণ নেই।

বিএনএনিউজ/সাহিদুল,মনির

Loading


শিরোনাম বিএনএ