31 C
আবহাওয়া
১:২১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা : একদিনে আক্রান্ত ৬৬২, মৃত্যু ৯

চট্টগ্রামে করোনা : একদিনে আক্রান্ত ৬৬২, মৃত্যু ৯


বিএনএচট্টগ্রাম :  গত ২৪ ঘণ্টায় ( রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ১ হাজার ৮৯০টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছে ৬৬২ জন। আক্রান্তদের মধ্যে নগরে ৪৪৯ জন এবং উপজেলায় ২১৩ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৬১ হাজার ৫৮৯ জন। একই সময় করোনায় আক্রান্ত হয়ে নগরে ২ জন এবং  উপজেলায় ৭ জন মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার (৬ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭৯টি নমুনা পরীক্ষায় ৪১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫২১টি নমুনা পরীক্ষায় ২১৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৩৯টি নমুনা পরীক্ষায় ৪৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২৮টি নমুনা পরীক্ষায় ৫২ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৪৪টি নমুনা পরীক্ষায় ২৮ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮১টি নমুনা পরীক্ষায় ২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৫টি নমুনা পরীক্ষা ৪৬ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫৫টি নমুনা পরীক্ষায় ৪৭ জন,  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষায় ১৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১৪টি নমুনা পরীক্ষায় ৭ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষায় ৩০ জন এবং এন্টিজেনে ৪২১টি নমুনা পরীক্ষায় ১২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।

উপজেলায় ২১৩ জনের মধ্যে লোহাগাড়ায় ১০ জন, সাতকানিয়ায় ১ জন, বাঁশখালী ৯ জন, আনোয়ারায় ৬ জন, চন্দনাইশ ২ জন, পটিয়া ৮ জন, বোয়ালখালী ১০ জন, রাঙ্গুনিয়া ১৩, রাউজান ২০ জন, ফটিকছড়ি ৩২ জন, হাটহাজারী ২১ জন, সীতাকুণ্ড ৪১ জন, মিরশ্বরাই ৩৮ জন ও সন্দ্বীপ ২ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডাসেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৬২ জন বেড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৫৮৯ জন। যাদের মধ্যে নগরে ৪৭ হাজার ৮৩০ জন এবং উপজেলায় ১৩ হাজার ৭৫৯ জন। একই সময় করোনায় ৯ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা  বেড়ে দাঁড়িয়েছে ৭৩১ জন। যাদের মধ্যে নগরে ৪৮৪ জন এবং উপজেলায় ২৪৭ জন।

 বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ