26 C
আবহাওয়া
১০:০৩ অপরাহ্ণ - জুন ১৮, ২০২৪
Bnanews24.com
Home » প্রভিডেন্ট ফান্ডে কর বাড়িয়ে ২৭.৫ শতাংশের প্রস্তাব

প্রভিডেন্ট ফান্ডে কর বাড়িয়ে ২৭.৫ শতাংশের প্রস্তাব


বিএনএ, ঢাকা : প্রভিডেন্ট, গ্র্যাচুইটি, সুপারঅ্যানুয়েশন ও পেনশন তহবিল থেকে অর্জিত আয়ের ওপর কর হার আগের ২৭ দশমিক পাঁচ শতাংশে ফিরিয়ে নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অর্থ বিলে এই প্রস্তাব করেন।

এই বিল সংসদে কার্যকর হলে করহার ২৭ দশমিক পাঁচ শতাংশ হবে। অন্যথায় তা বর্তমান ১৫ শতাংশই থাকবে।

গত বছরের ১৪ ডিসেম্বর এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে বেসরকারি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে কর্মচারী কল্যাণ তহবিল (প্রভিডেন্ট ফান্ড) থেকে অর্জিত আয়ের ওপর কর ২৭ দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়।

২০২৩-২৪ অর্থবছরে আয়কর আইনে বেসরকারি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর প্রভিডেন্ট ফান্ডের ওপর ২৭ দশমিক ৫ শতাংশ কর আরোপ করেছিল সরকার।

এ ছাড়াও, বেসরকারি খাতের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি তহবিল ও শ্রমিকদের লভ্যাংশের তহবিলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক এবং করছাড় তুলে নেওয়া হয়।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ