বিএনএ, চট্টগ্রাম: রাউজান উপজেলার প্রতিটি ইউনিয়নে খেলাধূলার চর্চা বিস্তৃত করতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে উপজেলা ক্রীড়া সংস্থা। এ লক্ষ্যে মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহবায়ক জিসান বিন মাজেদ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর মোল্লা, সদস্য মোঃ হানিফ, মোহাম্মদ জাকের হোসেন চৌধুরী, নাওশাদ খান রনি এবং সাংবাদিক নাছির উদ্দিন রকি।
সভায় রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় খেলার মাঠ প্রস্তুতকরণ, ইউনিয়নভিত্তিক ক্রীড়া দল গঠন, স্থানীয় ক্রীড়া সংগঠকদের সমন্বয়, খেলোয়াড়দের প্রশিক্ষণের ব্যবস্থা এবং মাসব্যাপী ক্রীড়া কার্যক্রম পরিচালনার রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়।
পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরনের সিদ্ধান্ত গৃহীত হয় এ সভায়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধূলার চর্চা বাড়লে মাদক ও অপরাধ প্রবণতা কমবে। আমরা চাই প্রত্যেকটি ইউনিয়ন থেকে কমপক্ষে একটি করে শক্তিশালী ক্রীড়া দল গড়ে উঠুক।
বিএনএনিউজ/ নাবিদ