বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে আশীষ কুমার দাশ নামে এক দালালকে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ মে) সকালে তাকে আটক করা হয়।
জানা যায়, আটক আশীষের স্ত্রী স্টাফ নার্স হিসেবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজর ২৯ নম্বর কেবিনে কর্মরত বলে জানা গেছে। এর আগেও আশীষকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে আটক করা হয়েছিল। পরে তাকে আদালতে পাঠানো হলে জরিমানা দিয়ে ছাড়া পান। পরে আবারও এ কাজে জড়িত হয়ে পড়েন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক নুরুল আলম আশিক বলেন, প্রতিদিনের মতো সকালে চমেক হাসপাতালে টহল ডিউটির সময় আশীষ কুমার দাশকে দেখে সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করলে দালালির কাগজপত্র পাওয়া যায়। এর আগেও বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে আশীষকে আটক করা হয়েছিল।
বিএনএনিউজ/ নাবিদ