বিএনএ,বিশ্বডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান উত্তর কোরিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ওসান বিমানঘাঁটির পাশে এ ঘটনা ঘটে।
তবে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের এ ঘটনায় কেউ নিহত হননি। পাইলট নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বের হয়ে আসতে পেরেছেন। তাকে পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেসামরিক কেউ হতাহত হননি।
মার্কিন বিমানবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওসান বিমানঘাঁটিতে এফ-১৬ যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিল। হঠাৎ সেটি ঘাঁটির পাশের একটি কৃষিজমিতে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের কারণ তদন্ত করে দেখা হবে।
দক্ষিণ কোরিয়ার গেয়োনগি প্রদেশের গর্ভনর কিম দং-ইওন টুইটে জানান, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর পর সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান। তারা যুদ্ধবিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিএনএ/ ওজি