21 C
আবহাওয়া
১১:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ২২.৯ মিলিয়ন লিটার সয়াবিন তেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

২২.৯ মিলিয়ন লিটার সয়াবিন তেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

সিঙ্গাপুর থেকে ২ কোটি লিটার তেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

বিএনএ, চট্টগ্রাম: সিঙ্গাপুর থেকে ২২. ৯ মিলিয়ন লিটার সয়াবিন তেল নিয়ে ‘এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার (৫ মে) রাতে জাহাজটি বন্দরে ভিড়ে।

শুক্রবার (৬ মে)বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সচিব মো. উমর ফারুক। তিনি জানান, বৃহস্পতিবার রাতে সয়াবিন তেল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। দেশের শীর্ষ চার কোম্পানি সিটি গ্রুপ, সেনা কল্যাণ ভোজ্যতেল, বাংলাদেশ ভোজ্যতেল ও বসুন্ধরা গ্রুপ এ তেল আমদানি করেছে।

বন্দর সচিব বলেন, ১৩ হাজার টন ভোজ্যতেল নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসছে আরও একটি জাহাজ। জাহাজটি বন্দরে আসার  সাথে সাথে আমরা অগ্রাধিকার ভিত্তিতে খালাসের ব্যবস্থা করব।

সিপিএ’র তথ্য অনুযায়ী, সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে প্রায় ২২ দশমিক ৯ মিলিয়ন লিটার সয়াবিন তেল এসেছে এবং আজ (শুক্রবার) ইন্দোনেশিয়া থেকে আরও ১৩ হাজার টন পাম তেল আসবে।

জানা গেছে, সিঙ্গাপুর থেকে ২২ দশমিক ৯ মিলিয়ন লিটার অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে ‘এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ’ জাহাজটি গত ২৬ এপ্রিল যাত্রা শুরু করে বৃহস্পতিবার (৫ মে) রাতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। অপরদিকে ইন্দোনেশিয়ার পতাকাবাহী ‘এমটি সুমাত্রা পাম’ জাহাজটি ১৩ হাজার টন পাম তেল নিয়ে ২৬ এপ্রিল দেশটির ‘লুবুক গিয়াং বন্দর’ থেকে যাত্র শুরু করেছে। এই জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে।

উল্লেখ, চলতি মাসের শুরুতেই চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ হতে খালাস হয় ২ কোটি ২৯ লাখ লিটার সয়াবিন তেল। এসব তেল আমদানি করেছে সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড ও সেনা কল্যাণ এডিবল অয়েল লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার(৫ মে) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচার অ্যাসোসিয়েশন দাম বাড়ানোর ঘোষণা দিয়ে বলেছে, নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ ও খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি হবে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৮৫ টাকা এবং প্রতি লিটার পাম অয়েল বিক্রি হবে ১৭২ টাকায়।

বর্তমানে দেশের বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। খোলা তেল বিক্রি হচ্ছে ১৩৬ টাকা লিটার। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা। নতুন নির্ধারিত দাম অনুযায়ী আগের চেয়ে বোতলজাত সয়াবিন তেলে লিটারপ্রতি ৩৮ টাকা ও খোলা তেলে লিটারপ্রতি ৪৪ টাকা বেড়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ