25 C
আবহাওয়া
৪:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে ২৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফেনীতে ২৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক


বিএনএ, ফেনী: ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে  অভিযান চালিয়ে ২৯০০ পিস ইয়াবাসহ  টেকনাফের কুখ্যাত মাদক কারবারি জসিম উদ্দিনকে (৩০) কে আটক করে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাই ওভারের পশ্চিম পার্শ্বে এনা বাস কাউন্টারের সামনে সড়কের উপর টেকনাফের কুখ্যাত মাদক চোরাকারবারী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জসিম উদ্দিন (৩০) কে আটক করে এবং তার কাছ থেকে ২৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মোঃ জসিম উদ্দিন (৩০)  কক্সবাজার জেলার টেকনাফ থানার কাঞ্জর পাড়া এলাকার মোঃ হোছন আলির ছেলে ।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা উপপরিচালক মিজানুর রহমান শরীফ  বাদি হয়ে  মাদক আইনে মামলা দায়ের করেন।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ