27 C
আবহাওয়া
১:৫৭ পূর্বাহ্ণ - আগস্ট ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ‘ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনে ন্যূনতম যোগ্যতা কমছে’

‘ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনে ন্যূনতম যোগ্যতা কমছে’

'ঢাবিতে ভর্তি ফি বৃদ্ধি, পরীক্ষার তারিখ ঘোষণা'

বিএনএ, ঢাকাঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনের ন্যূনতম যোগ্যতা গত বছরের থেকে কমানো হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানানো হয়, বিজ্ঞান বিভাগে আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল ৮ থাকতে হবে। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ আলাদাভাবে ৩ দশমিক ৫ থাকতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে।

এছাড়া বুধবারের সভায় ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ করেছে ডিনস কমিটি। বৃহস্পতিবারের জেনারেল অ্যাডমিশন কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ঢাবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা

৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট

৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট

১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট

১১ জুন ‘ঘ’ ইউনিট

১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিট

ভর্তি আবেদন ফি জমা নেওয়া শুরু হবে ২০ এপ্রিল থেকে এবং শেষ হবে ১০ মে।

বিএনএ/ এ আর

 

Loading


শিরোনাম বিএনএ