23 C
আবহাওয়া
৯:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জামিন নামঞ্জুর কারাগারে ইশরাক

জামিন নামঞ্জুর কারাগারে ইশরাক

ইশরাকের জামিন আবেদন নামঞ্জুর

বিএনএ, ঢাকাবিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তার আবেদন নামঞ্জুর করেন। এর আগে, দুপুরে ইশরাককে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ।

ইশরাকের আইনজীবী তৌহিদুল ইসলাম জানান, মতিঝিল থানার নাশকতার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জানান, এ মামলায় ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আদালতের পরোয়ানা পেয়ে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আদালত ইশরাকের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় নাশকতার মামলা করে পুলিশ। মামলাটির তদন্ত চলমান।

ইশরাকের ব্যক্তিগত সচিব সুজন গণমাধ্যমকে জানান, নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণ করার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। জাতীয়তাবাদী শ্রমিক দল এ কর্মসূচির আয়োজন করেছিল।

বিএনএ/ এ আর

 

Loading


শিরোনাম বিএনএ