বিএনএ, ফেনী : ফেনীর পরশুরামে এক রাতে দুটি শিক্ষা প্রতিষ্ঠান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) গভীর রাতে শিক্ষা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে নগদ টাকা ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, এদিন উপজেলার চিথলিয়া ইউনিয়নের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের নিচতলায় চুরির ঘটনা ঘটে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র তচনচ করা হয়। একই রাতে নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মালামাল চুরির ঘটনা ঘটে। সেখানে কম্পিউটার রুমের তালা ভেঙে চুরি হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিএনএনিউজ/এইচ.এম।