26 C
আবহাওয়া
৯:৩৬ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ঢামেকে দালাল সন্দেহে আটক ৩৫

ঢামেকে দালাল সন্দেহে আটক ৩৫

ঢামেকে দালাল সন্দেহে আটক ৩৫

বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালবিরোধী অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দালাল সন্দেহে ৩৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত এ অভিযান চলে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক কর্নেল মো. রকিবুল ইসলাম অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে রোগীর স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে সোয়া একটা পর্যন্ত এ অভিযান চলে। এই অভিযানের হাসপাতাল থেকে দালাল সন্দেহে ৩৫ জনকে আটক করি। হাসপাতলে দালালদের মাধ্যমে রোগী ও তার স্বজনরা বিভিন্ন ধরনের শিকার হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে হাসপাতাল পরিচালকের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করি। আটকদের যাচাই-বাছাই করে আইনের মাধ্যমে সাজা দেওয়া হবে।

এদিকে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীর সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন জানায়, ওয়ার্ড মাস্টার মোহাম্মদ আরিফ ও ওয়ার্ড মাস্টার রিয়াজউদ্দিনসহ অন্যান্য ওয়ার্ড মাস্টাররা দালালদেরকে নিয়ন্ত্রণ করতেন। হাসপাতালের কর্মচারী তুহিনসহ ৩৫ জনের মত দালালদের আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

তিনি আরও জানান, আটকদেরকে প্রশাসনিক ব্লকে রাখা হয়েছে। এইসব দালালদের কারণে রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছে না। বিভিন্ন ধরনের হয়রানি শিকার হচ্ছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী। হাসপাতালের বিভিন্ন সেক্টরে তারা অভিযান চালান।

বিএনএনিউজ/ আজিজুল হাকিম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ