25 C
আবহাওয়া
১২:৫৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকা-টাঙ্গাইল সড়কে প্রায় ১৭ কিলোমিটার তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল সড়কে প্রায় ১৭ কিলোমিটার তীব্র যানজট


বিএনএ, টাঙ্গাইল: অতিরিক্ত গাড়ির চাপ ও চার লেইন সড়কের কাজের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দীর্ঘ এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা ও উত্তরবঙ্গে চলাচলকারী যাত্রী ও চালকরা।

বুধবার (৬ মার্চ) মহাসড়কে ঢাকা-টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।

ঢাকা ও উত্তরবঙ্গগামী অসংখ্য যানবাহন বিকল্প সড়ক হিসেবে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করছে। এতে পাথাইলকান্দি, সিরাজকান্দি, মাটিকাটা, গোবিন্দাসী স্কুল রোড, ভূঞাপুর বাসস্ট্যান্ড, সিংগুরিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে এলেঙ্গা হাইওয়ে পুলিশ, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের লোকজন কাজ করে যাচ্ছে।

ট্রাকচালক জামাল মিয়া বলেন, অন্যান্য দিনের তুলনায় আজ গাড়ির চাপ কয়েকগুণ বেশি। উত্তরবঙ্গগামী এবং ঢাকাগামী পরিবহনগুলো এলেঙ্গা থেকে ভূঞাপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতুপূর্ব আঞ্চলিক সড়ক ব্যবহার করে সেতু গোলচত্বর হয়ে চলাচল করছে। রাস্তায় কাজ চলাসহ গাড়িগুলো বেপরোয়া চলাচল করায় যানজট সৃষ্টি হয়েছে। এতে বাস ও ব্যক্তিগত গাড়ির লোকজন কষ্ট পাচ্ছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, মহাসড়কে পরিবহনের চাপ আর এলোমেলো চলাচলে যানজট সৃষ্টি হয়েছে।  এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার দুই লেনেই পরিবহনের চাপ রয়েছে।  এছাড়া মহাসড়কে কাজ চলছে বলে কিছুটা ভোগান্তি বেড়েছে। কিছু সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পর্যন্ত কিছু অংশে যানবাহনের ধীরগতি রয়েছ। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা কাজ করছে। অল্প সময়ের মধ্যে যানজট স্বাভাবিক হবে।

বিএনএনিউজ/রেহানা/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ