21 C
আবহাওয়া
৯:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করলেন বেনেলাক্স-২৩ চেয়ারম্যান

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করলেন বেনেলাক্স-২৩ চেয়ারম্যান

মিজানুর রহমান মজুমদার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু এর সাথে সোমবার(৬ মার্চ) রাজধানীতে সৌজন্য সাক্ষাৎ করেন BENELUX-23 এর চেয়ারম্যান, বিএনএনিউজ ২৪ ডটকম সম্পাদক মিজানুর রহমান মজুমদার ও Latin America Bangladesh Chamber of Commerce & Industry (LABCCI) এর সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় তারা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর বেনেলাক্স সদস্য রাষ্ট্রগুলি হল: বেলজিয়াম (BE), নেদারল্যান্ডস (NL) এবং লুক্সেমবার্গ (LU)। “বেনেলাক্স” শব্দটি প্রতিটি দেশের নামের প্রথম দুটি অক্ষর দিয়ে গঠিত। বাংলাদেশ ইনভেস্টমেন্ট রোড শো ”দ্যা বেনেলাক্স-২৩” চলতি বছর অনুষ্ঠিত হবে।

পড়ুন আগের সংবাদ :

বেনেলাক্স-২৩ ডেলিগেট চেয়ারম্যান হলেন মিজানুর রহমান মজুমদার

সাহাবুদ্দিন চুপ্পুকে অভিনন্দন জানালেন মিজানুর রহমান মজুমদার

বিএনএ নিউজ২৪, হাফিজ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ