18 C
আবহাওয়া
৮:৩৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ময়লার গাড়ি চাপায় নিহত ১

রাজধানীতে ময়লার গাড়ি চাপায় নিহত ১


বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুরে মুক্তবাংলা শপিং সেন্টারের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম আবু তৈয়ব বলে জানিয়েছে পুলিশ।সোমবার (৬ মার্চ) সকালে শাহআলী থানাধীন মুক্তবাংলা শপিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

ওসি আমিনুল ইসলাম বলেন, ‘ সকালে মুক্তবাংলা শপিং সেন্টারের সামনে ডিএনসিসির ময়লার গাড়ি এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ