21 C
আবহাওয়া
১১:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে সড়কে গেল ৩ প্রাণ

সিরাজগঞ্জে সড়কে গেল ৩ প্রাণ

দুর্ঘটনা

বিএনএ সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হাটিকুমরুলে গাড়িচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের মান্নান নগরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল ইসলাম বলেন, সকাল ৬টার দিকে রাজশাহী থেকে মোটরসাইকেলে তিন আরোহী সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের সিরাজগঞ্জের মান্নান নগর এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি হাটিকুমরুল থানায় নিয়ে যায়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ