বিএনএ, ঢাকা: রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে আলো রিবেরু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৬ মার্চ) রাত সোয়া আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাকে শেরেবাংলা নগর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফের ঢামেকে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলো রিবেরু (৪০) পাবনার আটঘরিয়া উপজেলার মুকুল রিবেরুর কন্যা। আবু লাইস খানের স্ত্রী আলো রিবেরু রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার প্রান্তিক ৭৪/ই নম্বর বাসায় বসবাস করতেন।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, দুপুর আড়াইটার দিকে খিলগাঁও রেলগেট এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়েছে। হৃদয় নামের এক পথচারীর সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
বিএনএ/আজিজুল, এমএফ