27 C
আবহাওয়া
৭:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পুকুরে ডুবে ভাই ও বোনের মৃত্যু

পুকুরে ডুবে ভাই ও বোনের মৃত্যু

পুকুরে ডুবে ভাই ও বোনের মৃত্যু

বিএনএ, নরসিংদী : নরসিংদীর বেলাবো উপজেলায় পুকুরে ডুবে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মার্চ) বিকেলে উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের গ্রামের টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুদুটি হলো টানপাড়া এলাকার শাহাদত হোসেনের ছেলে শামিউল ইসলাম (৪) ও মনির হোসেনের মেয়ে লিজা আক্তার (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে শিশু শামিউল ও লিজা একসঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। খেলতে খেলতে তারা বাড়ির অদূরে পুকুরের দিকে চলে যায়। একপর্যায়ে তারা পুকুরে ডুবে যায়।

দীর্ঘ সময় ধরে তাদের খোঁজাখুজির পর দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে লিজার জুতা পড়ে থাকতে দেখেন তারা। বিকেলে পুকুরে লিজার মৃতদেহ ভেসে ওঠে। এর কিছুক্ষণ পর শামিউলের মরদেহ ভেসে ওঠে।

খবর পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

নিহত শামিউল ইসলামের বাবা শাহাদত হোসেন বলেন, তারা বাড়িতেই খেলছিল। খেলতে খেলতে বাড়ির বাইরে বেরিয়ে যায়। পরে বিকেলে পুকুরে তাদের মৃতদেহ ভেসে আসার খবর পাই।

বাজনাব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার মোখলেছুর রহমান বলেন, সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে শিশু দুটিকে দাফন করা হয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ