17 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » যমুনা সার কারখানায় উৎপাদন ফের বন্ধ

যমুনা সার কারখানায় উৎপাদন ফের বন্ধ

জামালপুরে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

বিএনএ,জামালপুর : ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা ফের ইউরিয়া উৎপাদন বন্ধ। রোববার সন্ধ্যায় (৫ ফেব্রুয়ারি) সার কারখানার রিফরমার টিউব লিকেজ দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

উৎপাদ বন্ধের কথা জানিয়ে যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদুল্লাহ খান বলেন, যান্ত্রিক ত্রুটিতে কারখানার উৎপাদন বন্ধ। ত্রুটি সারিরে দ্রুত সময়ের মধ্যে উৎপাদন ফেরার কাজ চলছে।

কারখানা সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। শুরুতে যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ মেট্রিক টন। গ্যাসের চাপ কমে যাওয়ায় পরে তা ১ হাজার ৩০০ মেট্রিক টনে নেমে আসে। গত বছরের জুন মাসে গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। প্রয়োজন অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় ২১ জুন যমুনা সার উৎপাদন বন্ধ হয়ে পড়ে। দীর্ঘদিন বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ শুরু হলে ওই বছরের ১৮ ডিসেম্বর থেকে উৎপাদনে ফেরে যমুনা সারকারখানা।

এদিকে চলতি বছরের জানুয়ারি মাসে ভারতীয় বিশেষজ্ঞ তানাজি এস পন্দেকারের নেতৃত্ব একটি দল কারখানার অ্যামোনিয়া প্লান্টের এনজি বুস্টার কমপ্রেসার পরিদর্শনে আসেন। পরিদর্শনের সময় তিনি এনজি বুস্টারের একটি ভুল বাটনে চাপ দেন। এতে বিকট শব্দে অ্যামোনিয়া প্লান্ট বন্ধ হয়ে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। কয়েকদিন চেষ্টায় ইউরিয়া উৎপাদন শুরু হলেও রোববার সন্ধ্যায় কারখানার রিফরমার টিউব লিকেজ দেখা দেওয়ায় ফের ইউরিয়া সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ