19.5 C
আবহাওয়া
৪:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কুবিতে সশরীরে ক্লাস বন্ধ : চলমান থাকবে সেমিস্টার ফাইনাল

কুবিতে সশরীরে ক্লাস বন্ধ : চলমান থাকবে সেমিস্টার ফাইনাল


বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে ক্লাস বন্ধের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। তবে বিভাগ গুলো চাইলে নতুন করে পরীক্ষার রুটিন দিতে পারবে। রোববার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ তথ্য জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের আগের নিয়ম অনুযায়ী বন্ধ থাকবে। সশরীরে ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা চলবে আগের নিয়ম অনুসরণ করে।বিভাগগুলো চাইলে নতুন করে আবার পরীক্ষার রুটিন দিতে পারবে। এদিকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৭ ফেব্রুয়ারী শুরু হবে বলে জানান তিনি।

এর আগে, দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গেল ২১ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রনালয় শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ দিন বন্ধ রাখার নির্দেশ দেয়। সেই পরিপ্রেক্ষিতে ওইদিন রাতে এক জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় সীমিত পরিসরে খোলা রেখে সশরীরে পাঠদান ৬ ফেব্রুয়ারী পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় কুবি প্রশাসন।

বিএনএনিউজ২৪.কম/হাবিবুর রহমান হাবিব/এনএএম

Loading


শিরোনাম বিএনএ