29 C
আবহাওয়া
৭:০৮ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » থাইল্যান্ডে ২৫৩ বার্মিজ আটক

থাইল্যান্ডে ২৫৩ বার্মিজ আটক

চাকরির সন্ধানে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করা ২৫০ বার্মিজ আটক

বছর ব্যাপী নিজ দেশে অরাজকতা,অস্থিরতা ও বেকারত্ব সবকিছু মিলিয়ে জীবন বাঁচাতে প্রতিদিন শত শত মিয়ানমারের নাগরিক(বার্মিজ) অবৈধভাবে সিমান্ত পথে থাইল্যান্ডে প্রবেশ করছে।

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কাঞ্চনবুড়ি সিমান্ত দিয়ে থাইল্যান্ডের সাই ইউও ও সাংখালাবুড়ি টাউনশিপে অবৈধ ভাবে  প্রবেশ করা ২৫৩জন মিয়ানমার নাগরিককে আটক করেছে থাই পুলিশ।

থাই স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে মিজিমা জানায়, এ সব বার্মিজ দালালদের মাধ্যমে হাজার হাজার বাথের বিনিময়ে থাইল্যান্ডের বিভিন্ন প্রদেশে চাকুরির সন্ধান করছিল। খবরে বলা হয়, চাকুরির বিনিময়ে দালালরা জনপ্রতি ১৮ থেকে ২৫হাজার বাথ(থাই মুদ্রা) নিয়ে থাকে।

আরও পড়ুন :  কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই

থাইল্যান্ডে ১০৭ মিয়ানমার নাগরিক আটক

২০২১সালের ১ফেব্রুয়ারি মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখল করে জরুরি অবস্থা জারি করে। সে সাথে দেশটির সরকার প্রধান স্টেট কাউন্সিলর অংসান সুকি, এনএলডি সরকারের প্রেসিডেন্ট, মন্ত্রী, বিভিন্ন প্রদেশের মূখ্যমন্ত্রী,মন্ত্রী এবং মেয়র ও এমপিদের গ্রেপ্তার করে।

১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর দেশটির লাখ লাখ মানুষ তুমুল গণ আন্দোলন গড়ে তোলে। যা অব্যাহত রয়েছে।

বিএনএ নিউজ ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ