24 C
আবহাওয়া
১:৩৭ অপরাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে বাংলাদেশ

ঢাকা টেস্টে দুই দলের সম্ভাব্য একাদশ

বিএনএ, চট্টগ্রাম : সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের নিয়ন্ত্রণ এখন টাইগারদের নাগালে। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ৩২০ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। শনিবার (৬ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান। লিড ৩১২ রানের। দলের অধিনায়ক মুমিনুল হক ৮৩ রানে ও লিটন ব্যাট করছেন ৩৮ রানে ব্যাট করছেন।

তৃতীয় দিনে দ্রুত ৩ উইকেট হারিয়ে অস্বস্তি ছিল টিম টাইগার। পরে হাল ধরেছিলেন মুমিনুল ও মুশফিক। চতুর্থ দিনের শুরুটাও দুজনে ভালোই করেছিলেন। কিন্তু দিনের দশম ওভারে ক্যারিবীয় স্পিনার কর্নওয়ালের বলে এলবিডব্লির ফাঁদে পড়েন মুশফিক। তিনি বিদায় নিলে ভাঙে তাদের ৪০ রানের জুটি। আউট হওয়ার আগে মুশফিক করেন ১৮ রান।

নিটনকে সঙ্গী করে মাঠে রয়েছে মুমিনুল। দলকে বড় লিড এনে দেয়ার পথে অনেকটা এগিয়ে গেছেন তিনি। চতুর্দশ টেস্ট ফিফটিও তুলে নিয়েছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের বিশাল সংগ্রহের জবাবে ২৫৯ রানে শেষ হয় উইন্ডিজের প্রথম ইনিংস।

বিএনএ/আমিন

 

Loading


শিরোনাম বিএনএ