29 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - আগস্ট ১৭, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম-১১ : ভোটকেন্দ্রে আগুন

চট্টগ্রাম-১১ : ভোটকেন্দ্রে আগুন


 বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বন্দর থানার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের একটি ভোটকেন্দ্র।

শনিবার (৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে ৩৮ নম্বর ওয়ার্ড ধুপপুল এলাকায় বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, কোনো নাশকতারী পরিকল্পিতভাবে বিদ্যালয়টি আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের সিনিয়র অফিসার মো. শামীম মিয়া। তিনি বলেন, ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছে। তারা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডের কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের এই ভোটকেন্দ্রে ৩ হাজার ২৯২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে এক হাজার ৬২৫ জন পুরুষ এবং এক হাজার ৬৬৭ জন নারী ভোটার রয়েছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ