19 C
আবহাওয়া
৮:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে এডিসির গাড়িতে হামলা

খাগড়াছড়িতে এডিসির গাড়িতে হামলা


বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালায় অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) গাড়িতে হামলা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার জামতলী এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় গাড়িতে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ আহমেদ সোহাগ ও তাঁর গাড়িচালক। তাদের কোন ক্ষতি হয়নি। তবে হামলায় গাড়ির পেছনের কাচ ভেঙে যায়।

পরে খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এডিসিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশাসনিক দায়িত্ব পালনের উদ্দেশে খাগড়াছড়ি থেকে দীঘিনালা উপজেলায় যাওয়ার পথে এডিসি জুনায়েদ কবিরের গাড়ি জামতলী এলাকার সুপারি বাগানে পৌঁছালে পাহাড়ের ওপর থেকে ঢিল ও পাটকেল ছুড়ে দুর্বৃত্তরা।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানান, খবর পেয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করেছে। বর্তমানে এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ