31 C
আবহাওয়া
২:০৩ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » সারা দেশে ৩২ ট্রেনের যাত্রা বাতিল

সারা দেশে ৩২ ট্রেনের যাত্রা বাতিল

সারা দেশে ৩২ ট্রেনের যাত্রা বাতিল

বিএনএ, ডেস্ক: আজ সারা দেশে চলাচল করা যাত্রীবাহী, লোকাল মেইল ও কমিউটারসহ ৩২টি ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে এ ঘোষণা দেন।

আগামী ৬ ও ৭ জানুয়ারি পর্যন্ত পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ৩২টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ৮ জানুয়ারি পর্যন্ত বেনাপোল এক্সপ্রেস ট্রেনেরও যাত্রা বাতিল করা হয়।

প্রসঙ্গত, রাজধানীর গোপীবাগে শুক্রবার (৫ জানুয়ারি) রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় দুই শিশুসহ চারজন নিহত এবং ৩০ জনের বেশি আহত ও দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন হতাহতদের তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করে আগুন নির্বাপন করে।

৫ জানুয়ারি রাত ৯টা ৫ মিনিটে ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে বলে জানা গেছে। পরে চারটি বগিতে আগুন ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া যায়। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকায় আসছিল।

কমলাপুর রেলস্টেশনে পৌঁছনোর কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে আগুন লাগে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ