17 C
আবহাওয়া
৮:১১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

সড়ক দুর্ঘটনায় প্রাণ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে ইসলামিয়া হাট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় মরিয়ম বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগমের বাড়ি উত্তর মাদার্শা রহমত ঘোনা এলাকায়। তার স্বামীর নাম মোহাম্মদ মিয়া। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, হাটহাজারীমুখি দ্রুতগামী ট্রাক চাপায় ঘটনাস্থলেই মরিয়ম বেগমের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ