27 C
আবহাওয়া
১:১৯ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে ভাইয়ের হাতে ভাই খুন

কক্সবাজারে ভাইয়ের হাতে ভাই খুন

কক্সবাজারে ভাইয়ের হাতে ভাই খুন

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের রামুতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই আইয়ুব আলী (৩০) খুন হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারী) সকাল ৯ টায় খুনিয়া পালং ইউনিয়নের ধেছুয়াপালং কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের অপর বড় ভাই মো. আলী জানান, আইয়ুব আলীর ঘরের পানির ট্যাংকে পানি শেষ হয়ে গেলে মটর দিয়ে পানি ভর্তি করার জন্য ছোট ভাই ইয়াসিন আলীর কাছে যায়। এ সময় ইয়াছিন পানি দিতে অনীহা দেখালে মটর নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই ইয়াসিন আলী বাড়ির ভেতর থেকে ধারালো দা নিয়ে বড় ভাই আইয়ুব আলীকে আঘাত করেন। সাথে সাথে আইয়ুব আলী লুটিয়ে পড়েূ। স্বজনেরা গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ, কোন্দল চলছিল। এসব নিয়ে অনেক বিচারও হয়েছে। এর জের ধরেই ছোটভাই এ ঘটনা ঘটিয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ট্যাংকে পানি ভর্তি করার মতো তুচ্ছ ঘটনা নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই মারা যান। ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই মামলা রেকর্ড করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেব।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ