18 C
আবহাওয়া
৪:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » খালেদা জিয়ার কিছু হলে আসামি হবেন বিএনপি নেতারা : তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার কিছু হলে আসামি হবেন বিএনপি নেতারা : তথ্যমন্ত্রী


বিএনএ ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের তত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে সরকারের তত্বাবধানে নয়। তাই খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবেন বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৬ই জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে  আলাপকালে হাছান মাহমুদ আরও বলেন,  বিএনপি হচ্ছে গণহত্যাকারী হিসেবে চিহ্নিত একটি দল। বন্দুকের নল দিয়ে ক্ষমতায় ছিল তারা।  অবৈধভাবে ক্ষমতায় আসে দলটি। তারা নিজেরাই গণতন্ত্র হত্যাকারী, সরকার নয়। বিএনপি ৫ই জানুয়ারি ২০১৪ সালে গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারা সেটি পারেনি।

রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সংলাপের চিঠি বিএনপি গ্রহণ করেছে। অংশ নিয়ে তারা তাদের আপত্তি জানাতে পারে। এটিই একটি দলের জন্য ভালো হবে।

হাছান মাহমুদ বলেন, বিএনপি সরাসরি ইউপি নির্বাচনে না থাকলেও তারা অন্য ফরম্যাটে আছে।

ইউপি নির্বাচনে সংঘর্ষ ও হানাহানী দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, হানাহানী বন্ধে ইসি ও বাহিনীগুলো কাজ করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা নানা ধরনের অপরাধ করছে, এজন্য এর কর্তৃপক্ষকে দায়ী করে তাদেরকে সংসদীয় কমিটিতে উপস্থিত থাকতে হবে বলে জানান তথ্যমন্ত্রী।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ