27 C
আবহাওয়া
৩:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » নিউজিল্যান্ডে মারা গেলেন জবি শিক্ষক বাবর

নিউজিল্যান্ডে মারা গেলেন জবি শিক্ষক বাবর


বিএনএ, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. বাবর (৩৭) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (৪ ডিসেম্বর) নিউজিল্যান্ডের পিএইচডি ডিগ্রিতে অধ্যায়নকালে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমি বাবর বাসায় (ঢাকায়) এসেছি। খোঁজ খবর নিচ্ছি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, তিনি নিউজিল্যান্ডে নিজের এপার্টমেন্টে মারা গেছেন। কিভাবে মারা গেছে তা বিস্তারিত জানি না। সকালে তার সুপারভাইজার ফোন দিয়ে তাকে খুঁজে পাইনি। তবে অনুমান করছি স্ট্রোক করে মারা যেতে পারে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী এবং তিন বছরের এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকার উত্তরার আশকোনার নিবাসী ছিলেন।

বিএনএনিউজ/ সাহিদুল,এমএফ

Loading


শিরোনাম বিএনএ