বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের দু’টি সিনেট আসনের ফিরতি নির্বাচনে ভোটগ্রহণ শেষে ভোট গণনা চলছে। গণনায় ডেমোক্র্যাট দল এগিয়ে আছে। খবর এএফপির।
সিনেট নির্বাচনের দৌড়ে রিপাবলিকান প্রার্থী কেলি লফলারকে পেছনে ফেলে জয়ের পথে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ার্নক। বুধবারের (৬ জানুয়ারি) খবরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন টিভি চ্যানেলের বরাত দিয়ে জানানো হয়েছে, এ পর্যন্ত ৯৮ শতাংশ ভোট গণনা হয়েছে।
জয় নিশ্চিত হলে জর্জিয়া অঙ্গরাজ্যে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর হবেন ওয়ার্নক। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি হবেন ১১তম কৃষ্ণাঙ্গ সিনেটর। জয় দাবি করে ওয়ার্নক তাঁর মায়ের প্রতি শ্রদ্ধা জানান।
তবে এ নির্বাচন ও ভোট নিয়ে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘মনে হচ্ছে, রিপাবলিকান প্রার্থীদের বিরুদ্ধে তাঁরা ভোট জড়ো করছেন। তাদের আর কত ভোট প্রয়োজন, তা দেখার অপেক্ষায় আছি।’
দুই আসনেই ডেমোক্রেট প্রার্থী নির্বাচিত হলে সিনেটের নিয়ন্ত্রণ হারাবে রিপাবলিকরা। এই মূহুর্তে ১০০ টি আসন বিশিষ্ট সিনেটে রিপবলিকানদের ৫০ টি এবং ডেমক্র্যাটদের ৪৮ টি আসন রয়েছে । রিপাবলিকানরা একটি সিনেট আসন পেলে তারা সিনেটে সংখ্যগরিষ্ঠতা পেয়ে যাবে এবং ২০ জানুয়ারি বাইডেন তাঁর দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রস্তাবের বিরুদ্ধে রিপাবলিকানরা ঢাল হয়ে দাঁড়াতে পারেন। অন্যদিকে যদি ডেমক্র্যটরা দুটি আসনেই জয়লাভ করেন তা হলে ৫০-৫০ সমান আসন থাকবে উভয় দলের এবং সে ক্ষেত্রে নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস যিনি সিনেটে সভাপতিত্ব করবেন তিনি তাঁর ভোট দিয়ে বাইডেনের প্রস্তাবকে বৈধতা দিতে পারবেন।
বিএনএনিউজ/এইচ.এম।