বিএনএ,ঢাকা:পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত নয় আসামি।বুধবার (০৬ জানুয়ারি) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।
আপিলে হাইকোর্টের রায় বাতিল করে যারা খালাস চেয়েছেন তারা হলেন, কামাল মোল্লা, মনিরুজ্জামান, ইউসুফ আলী, আবু সাঈদ, আলম সাঈদুর রহমান, আনিসুজ্জামান, ফজলুল করিম, বজলুর রশীদ ও অন্য একজন। এই নয় আসামি উচ্চ ও নিম্ন আদালতের রায়ে মৃত্যুদণ্ড পেয়েছিল বলে জানিয়েছেন আইনজীবীরা।
আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম আপিলে বিচারিক আদালতের রায়, হাইকোর্টের রায়, আনুষঙ্গিক কাগজপত্রসহ মোট পৃষ্ঠা সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩৪ হাজার ৩৪৫।অন্যদের ক্ষেত্রে যেন এসব নথি না দিতে হয় সে ব্যাপারে প্রধান বিচারপতি বরাবর আবেদন করা হয়েছে। তিনি অনুমতি দিলে ১৩ জানুয়ারির মধ্যে তাদের বিষয়ে আপিল করা যাবে।
সম্প্রতি হাইকোর্টে খালাসপ্রাপ্ত এবং যাদের সাজা কমানো হয়েছে তাদের বিরুদ্ধেও আপিল করেছে রাষ্ট্রপক্ষ।এ ঘটনায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৮ জনকে খালাস দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন। ২০২০ সালের ৮ জানুয়ারি ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার হাইকোর্টের রায় প্রকাশ হয়।
২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৮ জনকে খালাস দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করে হাইকোর্ট।২০২০ সালের ৮ জানুয়ারি ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার হাইকোর্টের রায় প্রকাশ হয়।
রায় প্রকাশের পর ৮ জানুয়ারি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছিলেন, রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন।বাকি ১২ জনের মধ্যে আটজনের সর্বোচ্চ সাজা কমিয়ে যাবজ্জীবন ও অন্য চারজনকে বেকসুর খালাস দেয়া হয়। ১৮৫ জনকে যাবজ্জীবন দেয়া হয়েছে । তার ভেতরে একজন মারা গেছেন।এছাড়া দুজনকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।১৫৭ জনকে ১০ বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। তাদের মধ্যে দুজন মারা গেছেন। এছাড়া ১৩ জনকে সাত বছর, ১৪ জনকে তিন বছর এবং এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে দুজনকে। মোট ৫৫২ জনকে সাজা এবং ২৮৩ জনকে খালাস দেয়া হয়েছে। মোট মারা গেছেন ১৪ জন।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের ঘটনা ঘটে। ওই বিদ্রোহের সময় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
বিএনএনিউজ/আরকেসি