18 C
আবহাওয়া
২:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » দেশে করোনায় গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু

দেশে করোনায় গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু

করোনায় সংক্রমণ ১০ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ছাড়াল

বিএনএ, ঢাকা : করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৬৮৭ জন। এছাড়া এদিন আরও ৯৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের
সংখ্যা হলো ৫ লাখ ১৮ হাজার ৯৯৮ জন।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ২১ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৫২৫ জন এবং মৃত্যু হয়েছে ১৮ লাখ ৭৪ হাজার ৩৪৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ১৫ লাখ ২২ হাজার ৫৭৩ জন। আক্রান্ত ও মৃতের দিক বিবেচনা করে ২৭তম অবস্থানে আছে বাংলাদেশ।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ